বিষয় :

সৃজিত-মিথিলার ভাঙন ধরেছে সম্পর্কে–শিগগির বিচ্ছেদ


বিনোদন ডেস্ক  ২৭ মে, ২০২৩ ৮:১৩ : অপরাহ্ণ

দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। নাম প্রকাশ না করে এমনই এক ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন করেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার।

গণমাধ্যমটি দাবি করছে, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত।

তাদের প্রতিবেদন বলছে, খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথচলা। তার আগেই গুঞ্জন, ভাঙন ধরেছে সম্পর্কে। দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে স্বামী-স্ত্রীর মাঝে। যদিও আগের বারগুলোর মতো কোনও অভিনেত্রী নন, পরিচালকের মনে মজেছে ক্যামেরার নেপথ্যে থাকা এক কমবয়সি নারীতে।

এই খবর মিথিলার কানে পৌঁছেছে দাবি করে গণমাধ্যমটি বলছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে মিথিলা জানিয়েছেন অন্যকিছু! এমন গুঞ্জনে তিনি মন্তব্য করতে সম্মত হননি।

তবে তিনি বলেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে? ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা।

এসএস

আরো সংবাদ