সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে বেশ আগ্রহ। অবশেষে সত্যি হতে চলেছে অনলাইন প্লাটফর্মের জনপ্রিয় ব্যক্তিত্ব চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরীর বিয়ের বিষয়টি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে আকদ হবে এ তরুণের। এতে বর ও কনে পক্ষের সদস্যরা উপস্থিত থাকবেন। ফারাজ করিম ছোটবেলা থেকেই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে দেশের তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলেন। তাঁকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই।
ফারাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হবে।
ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন তিনি। আফিফার জন্ম রংপুরের মিঠাপুকুরে। খুবই সাধারণ আয়োজনে মসজিদে শরিয়া অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে চান বলে আগেই এক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফারাজ করিম। এবার সেই ইচ্ছা পূরণ করতে যাচ্ছেন।
ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের ৫ বারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর পিতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যিনি আধুনিক রাউজানের জনক হিসেবে খ্যাত।
এসএস