সকালেরসময় ডেস্ক:: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। কাস্টমার সার্ভিস এজেন্ট/ জুনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট পদে কর্মকর্তা নেওয়া হবে। যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভিয়েশন, এয়ারপোর্ট অপারেশনস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলায় যোগাযোগ দক্ষতা, শিফট অনুযায়ী কাজ করার মানসিকতা, বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলার মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘নভোএয়ার লিমিটেড, হাউজ- ৫০, রোড- ১১, ব্লক- এফ, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়।
খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। প্রার্থীরা অনলাইনেও নভোএয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।