হিট স্ট্রোকে ঢাকায় চট্টগ্রামের এক স্কুলছাত্রীর মৃত্যু


নিউজ ডেস্ক  ২৬ এপ্রিল, ২০২৪ ৩:১১ : পূর্বাহ্ণ

আনোয়ারায় অতিরিক্ত গরমে এক স্কুলছাত্রীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। হিট স্ট্রোকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (২৪ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ওই স্কুলছাত্রীর নাম—রোশমিয়া জেবিন (১৬)। সে বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকায় থেকে পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ত।

এ সব তথ্য নিশ্চিত করেছেন জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন। তিনি বলেন, গতকাল বুধবার বিকেল অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে ওকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছে, সে হিট স্ট্রোকে মারা গেছে।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ