আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পুরাতন পোশাকে। এসব শিশুদের কাছে ৫ম বারের মতো এবারও ঈদের উপহার দিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব- ২০২৪ উদযাপন আয়োজক কমিটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও স্বাধীন বাংলাদেশের সকল শিশুদের প্রতিচ্ছবি শহীদ শেখ রাসেল স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব -২০২৪ স্থানীয় লিলি কমিউনিটি সেন্টারে উদযাপিত হয়েছে।
৩৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির রানা ও বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস মাসুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইলিয়াস, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ হাসান,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া উপ কমিটির সদস্য নুরুল আজিম রনি, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকত উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সগির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাদশা, ৩৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধরন সম্পাদিকা তাহমিনা আক্তার, মহানগর ছাত্রলীগের উপ গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাশেদ, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইদ্রিস, শ্রমিক নেতা মহিউদ্দিন কবির, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন, নাইম,মানিক, ৪০ নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ জাহেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/এমএফ