ফটিকছড়িতে এক প্রবাসীর আত্নহত্যা


৪ মার্চ, ২০১৯ ৯:৩৫ : অপরাহ্ণ

সকালেরসময় ফটিকছড়ি প্রতিনিধি:: ফটিকছড়ি উপজেলায় ওসমান গনি (৩০) নামের এক প্রবাসী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ ভোরে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের মোহাম্মদ জ্জামান চৌধুরীর বাড়ীর বদিউল আলমের নির্মানাধীন পাকা ঘরে। থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ওসমান ২০১৭ সালের শেষ দিকে ঝিলু আকতার নামের এক মেয়েকে পৌর এলাকা হতে বিয়ে করে। বিয়ের পর তার মস্তিস্ক খারাপ হলে একাধিক ডাক্তারের দেখায়। পরে আবার প্রবাসে চলে যায়। কয়েক মাস আগে বাড়ীতে আসলে আবারো চিকিৎসার জন্য এক মাত্র ছোট বোন রিমা আকতারের শাশুর বাড়ীতে থেকে চিকিৎসা করে আসছে। ৪ মার্চ ভোরে সে উক্ত নির্মানাধীন পাকা ঘরের একটি রুমের ছাদের লোহার সাথে গলায় মাপলার পেছিয়ে আত্নহত্যা করে।

এদিকে গত ১ মার্চ তার স্ত্রী’র কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। আজ সোমবার ওসমান তার ছেলেকে দেখতে যাওয়ার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস নবাগত সন্তান ও পিতার দেখা হয়নি। সে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভোলাগাজী বাড়ীর জনৈক মৃত মুহাম্মদ হোসেনের ছেলে। এ সংক্রান্ত বিষয়ে ওসমানের ছোট ভাই মাস্টার ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ