টিএসপিতে বঙ্গবন্ধুর জম্মদিন পালন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন


১৭ মার্চ, ২০১৯ ৩:৪৯ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: উত্তর পতেঙ্গা চট্টগ্রাম শিল্প মন্তনালয় নিয়ন্ত্রণাদীন বিসিআইসি সার কারখানা টিএসপি কমপ্লেক্স এর টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (১৪১৭) এর সার্বিক সহযোগিতায় স্বাধীন বাংলাদেশের স্থপতি ও অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আর্দশ স্বদেশ গড়ার প্রত্যয়ে ক্লিন টিএসপি বাস্তবায়ন কমিটির উদ্যোগে টিএসপি কলোনি ও আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টিএসপি কমপ্লেক্স জিএম প্রশাসন জনাব আনসারুল হক,সিবিএ সভাপতি জনাব মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বেলাল,কার্যকরী সভাপতি জনাব আবু তৌহিদ খান সহ কারখানার কর্মকতা, কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রায় তিন শত সদস্য।

এসময় তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং সবুজ ও সুন্দর নগরায়ন করতে সব সময় নিজের দায়িত্বে থেকে সবাই কে সচেতন হয়ে স্ব- উদ্যোগে এলাকা পরিস্কার করার আহবান জানান। জন্মদিন উপলক্ষে কেক কেটে ও পরে মিলাদ মাহফিলের মধ্যেদিয়ে দেশ ও জাতীর জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ