চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহি বাস-আহত ২


সকালের সময় : ১৪ জানুয়ারি, ২০২২ ৪:১১ : অপরাহ্ণ
চন্দনাইশে, নিয়ন্ত্রণ হারিয়ে, খাদে, যাত্রীবাহি বাস

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের গাছবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন মো. ইমন খান (১৮) ও মো. রিয়াদ হোসেন(২৩)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে দুর্ঘটনা কবলিত গাড়িটি খাদ থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন আহত দুজনের অবস্থা আশংকামুক্ত।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ