নগরীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুই নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর মেহেদী বাগে আমীর খসরু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশ আবাসিক এলাকার বাসায় এই হামলার ঘটনা ঘটে। নগর বিএনপির দপ্তরের প্রাপ্ত ইদ্রিস আলী রাতে এই তথ্য জানান।
তিনি অভিযোগ করেন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে। তারা আমীর খসরুর বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসায় আক্রমণ হয়। এদিকে নগরীর বহদ্দারহাটে রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে চার জন।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল নগরীর বহদ্দারহাট এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। আহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গুলিবিদ্ধ চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় নিউ মার্কেট থেকে মিছিলের একটি অংশ টাইগারপাস মোড়ে এসে পুলিশ বক্স ভাঙচুর চালায়।
পরে নগরের দুই নম্বর গেইট এলাকায় শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা এবং বহদ্দারহাটে চসিক মেয়রের বাড়িতেও হামলা চলানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের থামানো চেষ্টা করে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
এসএস/এমএফ