গণপূর্তের উচ্চমান সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ!


নিজস্ব প্রতিবেদক ৪ জুন, ২০২৪ ১২:১৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম রহমতগঞ্জ গণপূর্ত বিভাগের এক উচ্চমান সহকারীর বিরুদ্ধে ফাইল আটকিয়ে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। তিনি ১২ বছরধরে আছেন এই দপ্তরের এক চেয়ারে। ২৭ বছরের চাকরি জীবনে মাত্র দু’বার দপ্তর বদল হয়েছে তার। এভাবে এক জায়গায় দীর্ঘদিন থাকার সুবাদে নিজের বলয় তৈরি করেছেন তিনি। ঠিকাদার থেকে শুরু করে সেবাপ্রার্থীদের কাছ থেকে তিনি আর্থিক সুবিধা নিয়ে থাকেন এমন অভিযোগ উঠেছে।

গণপূর্তের এই উচ্চমান সহকারীর নাম দেবাশীষ কুমার বৈদ্য। তিনি চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর রহমতগঞ্জে কর্মরত। অভিযোগ আছে, তিনি বিভিন্ন সেবাপ্রার্থী ও ঠিকাদারদের লাইসেন্স নবায়নসহ দপ্তরের বিভিন্ন ফাইলের জটিলতা তৈরি করে তাদের কাছ থেকে আদায় করেন মোটা অংকের ঘুষ। আর টাকা না দিলে তিনি ফাইল আটকিয়ে দিনের পর দিন করেন হয়রানি।

তিনি ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন গণমাধ্যমের কাছে। এবং সেই কথোপকথনের অডিও বার্তা এই প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে। ওই অডিওতে আশীষ কুমার বৈদ্য বলেন, কেউ খুশি হয়ে ৪০০-৫০০ টাকা দিলে আমি নিই। আমি কারও কাছ থেকে খুঁজি না। ওরা দিচ্ছে বিধায় আমি নিচ্ছি। ৯৫ পার্সেন্ট কাজ আমি টাকা ছাড়া করি। এই টাকা ঘুষ কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনি যেটা মনে করেন সেটা।

জানা গেছে, ১৯৯৭ সালে রহমতগঞ্জ গণপূর্ত চট্টগ্রাম সার্কেলে অফিস সহকারী হিসেবে চাকরিতে যোগদান করেন দেবাশীষ কুমার বৈদ্য। ২০০৭ সালে উচ্চমান সহকারী হিসেবে পদোন্নতি পান তিনি। ২০১২ সালে রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-২ এ কর্মরত ছিলেন ৬ বছর। পরে ২০১২ সালে তিনি আসেন একই ভবনের গণপূর্ত বিভাগ-১ এ। এখনও তিনি এই দপ্তরেই কর্মরত আছেন ১২ বছর।

অথচ সরকারি চাকরি বিধিতে উল্লেখ আছে, কোনো কর্মকর্তা-কর্মচারী তিন বছরের বেশি একই দপ্তরে থাকতে পারে না। যা স্বীকারও করেছেন তিনি। অথচ দেবাশীষ কুমার বৈদ্য (প্রকাশ দেবু) দুই দশক ধরে বছরের পর বছর একই চেয়ারে থেকে আধিপত্য কায়েমের পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল সিণ্ডিকেট।

সরেজমিন চট্টগ্রাম রহমতগঞ্জ গণপূর্ত কার্যালয়ে গিয়ে একাধিক ঠিকাদারের কাছে দেবাশীষ কুমার বৈদ্যের সম্পর্কে জানতে চাইলে তারা জানান, উচ্চমান সহকারীর টেবিলে ফাইল গেলে তাকে আর্থিক খুশি করতে হয়। না দিলে ফাইল আটকে দেন তিনি। এছাড়া ঠিকাদারি লাইসেন্সের নবায়নসহ দাপ্তরিক বিভিন্ন কাজে টাকা না দিলে তিনি ফাইল ছাড়েন না।

জানা যায়, দেবাশীষ কুমার বৈদ্যর বাড়ী বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের ৮নং ওয়ার্ডে। তাকেন দেওয়ান বাজার দিদার মার্কেটস্থ গণপূর্তের সরকারি আবাসিক ভবনে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, আমি এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ