কেজিডিসিএলের আরও ১ লাখ গ্রাহক পাচ্ছেন প্রিপেইড মিটার


নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর, ২০২৩ ১২:০৯ : অপরাহ্ণ

চট্টগ্রাম কর্ণফুলির ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আরও এক বার দেখতে গ্রাহকন প্রিপেড মিটার। মিটার বসানোর কাজ শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। জ্যানা থেকে আনা হচ্ছে আমাকে প্রিপেইড মিটার। আগামী ২৯ নবেম্বর মিটারের প্রথম দিকে আসতে পারে স্থানীয় সংসদ নেতারা। এই প্রকল্পে বড় আকারে ২৯১ কোটি ৪৯ লাখ টাকা।

কেজিডিসি এল-এর ব্যাখ্যা, কফুলের মধ্যে মোট ৬ তারিখ আবাসিক গ্রাহক সম্পূর্ণ। তাদের মধ্যে ন্যাসি আইসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রথম দয় ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের ফায়ার আনে কেজিডিসি এল। জাইকার অর্থায়নে ২০১৫ সালে হাতে নেওয়া ২৪৭ কোটি টাকা ঋণ এ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৯ সালে। এই প্রকল্পের মাধ্যমে সহশ্রয় সহভোগী ভোগান্তি অভিযোগের অভিযোগে মিটার স্থাপনে নতুন ব্যর্থতার চেষ্টার জন্য অনুরোধের পক্ষে কেজিডি এলএলএল।

আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প’ শিরোনা ২০২১-এর প্রথম ধাপে এক এক মিটার স্থাপনের জন্য দ্বিতীয় ধাপে প্রকল্প হাতে নেওয়া কেজিডিসি এলএল। প্রাথমিকভাবে এ প্রকল্পে শুরু হয় ২৪১ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৩ জুন পর্যন্ত।

সংস্থাটির অর্থায়নের প্রকল্পের মূল উদ্দেশ্য প্রাকৃতিক শক্তি নিরোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা ও ব্যবহার কম করা। তবে ব্যবস্থার প্রভাবের কারণে পিছিয়ে যায় এ প্রকল্পের কাজ। ২৯১ কোটি ৪৯ লাখ টাকা। আরও সময় হয়েছে ২০২৫ জুন পর্যন্ত।

কর্ণফুলীর ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) উপ-মহাব্যবস্থাপক প্রকৌশল মো. নাহিদ আলম বলেন, ‘চট্টগ্রামে আরও এক বিশাল প্রিপেইড মিটার বসছে। মাত্র ১৯ সেপ্টেম্বর বসানোর জন্য গত সেপ্টেম্বর টয়োকি কোম্পানি লিমিটেডের সাথে প্যানেল করা হয়েছে। ২০২৫ জুনের মধ্যে মধ্য নগরী ও জেলায় বসানো হবে। গ্রাহক যতই ব্যবহার করবেন বিল দিতে হবে। এর সঙ্গে ১০০ টাকা মাটার দিতে হবে। এর ইউ ডিমান্ড কার্ড বা ভ্যাট বাবদ মানে গুণতে না গ্রাহকদের।

তিনি আরও বলেন, চট্টগ্রাম আবাসিকে ৬ তারিখের চুলা আছে। প্রথম ধাপে ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের এগিয়ে আনা হয়। অনেক গ্রাহকের বিল দিতে দেখা গেল। গাছ সাশ্রয় হয়। প্রিমিটার মিটারের কারণে পরিমাণ মূল্যড হচ্ছে। এরই প্রকাশক কেজিডিসিএল দ্বিতীয় ধাপে আরও এক মিটার বসানোর প্রকল্প হাতে নেওয়া। এ প্রকল্পে এগিয়ে চলছে ২৯১ কোটি টাকা ৪৯ টাকা।

আগামী ২৯ নবেম্বর প্রিপেইড মিটারের প্রথম পর্বন দিন দিন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মিটার লাগানোর কাজ শুরু করতে হবে। এই মিটারে গ্রাহকের খরচ কমবে নাহিদ আলম বলেন, ‘প্রিড মিটার প্রতি চুলায় গ্রাহক সাশ্রয় হতে হবে ২০০ টাকা। মোবাইল ফোনে টাকা রিচার্জের মতোই গ্রাহকরা মিটারে সমানের টাকা রিচার্জ করতে পারবেন।

কেজিডিসি এলএল লিডের মাধ্যমে, নতুন এই প্রকল্প নগর ও প্রার্থী এক গ্রাহককে প্রপিড মিটারের পাওয়ার আনা হচ্ছে। প্রকল্পটি নগরী হলে নগর সদরঘাট, বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ, চবাজার, হালিশহর, পাহাড়তলী, খুলশী, ইপিজেড, বাকলিয়া, কোতয়ালী, ডবলুমুরিং, বন্দর, পঞ্জা, আকবরশাহ এবং হাটহাজারী, বোঁদয়ালী চন্তালি, মীরসরাই, কর্ণফুরিয়া, এবং কর্ণফুরিয়া, রাষ্ট্র কেজিডিসি এলএলরা প্রিপেইড মিটার পাবেন।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ