এমএএফের উদ্যোগে চট্টগ্রামে কমিউনিটি টাউন হল সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক  ৩০ এপ্রিল, ২০২৪ ৫:৪৭ : অপরাহ্ণ

প্রাকৃতিক সৌন্দর্য আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে এখানকার প্রকৃতি পরিবেশের ভারসাম্য ও স্থিতিশীলতার উপর।

পাশাপাশি চট্টগ্রামের প্রাকৃতিক জল চলাচলের জায়গা গুলোকে সচল রেখে কর্ণফূলী নদী ও হালদা নদীকে সংরক্ষন, জলাবদ্ধতা নিরসন, গাছ কাটা, পাহাড় কাটা, পলিথিন ইত্যাদি বিষয় গুলো নিষিদ্ধ করে চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করা দরকার যাতে পরিবেশ কমিশন সব বিষয় সমূহকে যথাযথ ভাবে মনিটরিং ও ফলোআপ করতে পারে।

পাশাপাশি এনভায়রনমেন্টাল এডুকেশনকে পাঠ্য বইয়ে সংযোজন করা এবং দেশীয় গাছ ও ফল ফলাদির বীজ গুলোকে সংরক্ষণ করা দরকার এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং পরিবেশ সুরক্ষা আইন কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে মত প্রকাশ করেছেন চট্টগ্রামের পরিবেশ রক্ষায় টাউন হল সভার বক্তারা।

মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত “চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় করণীয়” শীর্ষক কমিউনিটি টাউন হল সভা ৩০ এপ্রিল, মঙ্গলবার চট্টগ্রাম শহরের বালি আর্কেড এর কপার চিমনী রেস্টুরেন্ট’র কনফারেন্স হলে অনুষ্টিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন।

এতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত গুলো উত্তাপন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার জনাব সদরুল আমিন। মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের কার্যক্রম তুলে ধরেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মুহাম্মদ এমরান, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা কেন্দীয় নির্বাহী কমিটির সভাপতি এম. এ. হাশেম রাজু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল গফুর, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আকতার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগঠক ও বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রামের প্রফেসর আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্স ল্যাব এর সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক ও পরিবেশ মানবাধিকার আন্দোলন -পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, পরিবশেবাদী সংগঠন ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), চট্টগ্রাম এর সদস্য সচিব ও প্রাণ প্রকৃতি পরিবেশ বিষয়ক পত্রিকার সম্পাদক শারুদ নিজাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইকবাল সরওয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স এর প্রভাষক কিশোয়ার জাহান চৌধুরী তুলি, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, ইপসার প্রতিনিধি এম এ সবুর, নওজোয়ানের প্রতিনিধি সরোজ কান্তি প্রমূখ।

শুরুতে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম এর পরিচিতি ও কার্যক্রম তোলে ধরেন এম এ এফ সদস্য ইয়াং ফেলো ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক উপ সম্পাদক আবু জিহাদ সিদ্দিকী, ও ধারণা পত্র উপস্থাপন করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারহানা জসীম, মাহমুদুর রহমানা মান্না, জিন্নাত সুলতানা ঝুমা, ইখতিয়ার উদ্দিন বাপ্পী, নাজমা সুলতানা নুপুর, জিয়াউল হক সোহেল, কপিল উদ্দিন, শারমিন আকতার সাথী, বিলকিছ আকতার মিতু। এই কার্যক্রমে সহযোগিতা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামে অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেকটোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি ও অপারেশন এসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রণি।

এমএএফ এর এই আয়োজনে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, পূর্বা, বাংলাদেশ অ্যালায়েন্স অব ইয়ুথ, আইওয়াইসিএম, ইসডা, পজিটিভ থিংকার্স, পাথ টিউলিপ, সিইউডিএস, সিইউএসডি, বিএনসিসি, গার্লস গাইড, যুব রেডক্রিসেন্ট, স্কাউট, লিও ক্লাব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, ভিবিডি, ব্লাড ডোনার্স ফোরাম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক প্রতিনিধি অংশগ্রহন করেন।

মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম, এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় দলগুলোর পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ চট্টগ্রাম ইউনিট পরিচালিত হচ্ছে।

এসএস/ফোরকান

Print Friendly, PDF & Email

আরো সংবাদ