লঙ্কানদের হারিয়ে শূভ সূচনা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  ৮ জুন, ২০২৪ ১০:৫৩ : পূর্বাহ্ণ

টি-২০বিশ্বকাপের আসরে দুই দল প্রায় সমশক্তির হলেও শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। বোলারদের ব্যর্থতায় শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপে শূভসূচনা করলো বাংলাদেশ।

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগাররা। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে লঙ্কানরা। আগে ব্যাট করে শ্রীলঙ্কা মুস্তাফিজ ও রিশাদের বোলিং তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ ৬ বল ও ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।

এসএস/এমএফ

আরো সংবাদ