অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর


স্পোর্টস ডেস্ক  ১১ নভেম্বর, ২০২৩ ৩:১১ : অপরাহ্ণ

পুরো আসরেই ব্যর্থ ছিল বাংলাদেশি টপ অর্ডার। বিশেষ করে ওপেনিং জুটি। শেষ ম্যাচে এসে কিছুটা হলেও আলো ছড়ালেন তারা। পঞ্চাশোর্ধ্ব রানের উদ্বোধনী জুটির পর দারুণ ব্যাটিং করেছেন মিডল অর্ডার ব্যাটাররাও। শেষদিকে কার্যকরী ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ। সবমিলিয়ে আসরে প্রথমবার তিনশ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ।

১১ নভেম্বর (শনিবার) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে রানে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ একাদশ 

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ 

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এসএস

আরো সংবাদ