সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক  ৯ জুলাই, ২০২৩ ১১:৪৬ : পূর্বাহ্ণ

সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। দেশটিতে চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

খার্তুম স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে। অবশ্য আধাসামরিক বাহিনী আরএসএফের দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়।

গত এপ্রিল থেকে সংঘাত চলছে সুদানে, চরমে পৌঁছেছে ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে রণক্ষেত্র হয়ে উঠেছে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ (আধাসামরিক বাহিনী)-এর দখলে থাকায় নিয়মিত চলে সেনা অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসাসেবা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ