রাশিয়ায় পেট্রল পাম্পে বিস্ফোরণে শিশুসহ নিহত ৩০


নিউজ ডেস্ক  ১৫ আগস্ট, ২০২৩ ১:০০ : অপরাহ্ণ

দক্ষিণ রাশিয়ার দাগেস্তানে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। খবর বিবিসি।

গতকাল সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কাস্পিয়ান উপকূলে অবস্থিত রাজধানী মাখাচকালার এ জ্বালানি পাম্পে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, আগুন প্রায় ৬০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে কাজ করে ২৬০ জন কর্মী।

গুরুতর আহতদের উড়োজাহাজের মাধ্যমে মস্কোয় নেয়ার কথা জানিয়েছেন দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী। দাগেস্তান প্রজাতন্ত্র রাশিয়ান ফেডারেশনের ৮৩টি প্রশাসনিক অংশের একটি। এটি দেশের সর্ব দক্ষিণের অংশ। মাখাচকালা থেকে মস্কোর দূরত্ব প্রায় এক হাজার মাইল।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ