

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।–খবর ডনের
খাইবার পাখতুনখোয়ার তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল জিও টিভিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গুরুতর আহতদের পেশোয়ারসহ অন্যান্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমারা এখন আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
বাজাউরের জেলা ইমার্জেন্সি অফিসার সাদ খান জানিয়েছেন, হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের কাছে জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।
এসএস