ডুবোযান টাইটানের ভেতরে মিলল ৫ যাত্রীর দেহাবশেষ


আন্তর্জাতিক ডেস্ক  ৩০ জুন, ২০২৩ ৬:৪৫ : অপরাহ্ণ

সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের ভেতরে যাত্রীদের দেহাবশেষ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। দেহাবশেষগুলো শনাক্তে একটি আনুষ্ঠানিক বিশ্লেষণ পরিচালনা করবেন বিশেষজ্ঞ মার্কিন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা হওয়ার কিছুক্ষণ পরই নিখোঁজ হয় ওশানগেট কোম্পানির সাবমেরিন টাইটান। মূলত রওনা হওয়ার পরপরই এটা বিস্ফোরিত হয়। মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এরপর স্থানীয় সময় বুধবার (২৮ জুন) সকালে কানাডার সেন্ট জন’স পোতাশ্রয়ে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে টাইটানের ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তুলতে দেখা গেছে। বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাইটান সাবমেরিনের ভেতরে যাত্রীদের দেহাবশেষ পাওয়া গেছে। এই দেহাবশেষ শনাক্তকরণের জন্য যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, তারা বিপর্যয়ের কারণ অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর জট খুলতে কোস্ট গার্ডের মেরিন বোর্ড অফ ইনভেস্টিগেশন (এমবিআই) আরও বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য ধ্বংসাবশেষগুলো মার্কিন বন্দরে নিয়ে যাবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ