আবারও প্রেসিডেন্ট হওয়ার পর যা বললেন এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্ক  ২৯ মে, ২০২৩ ৩:১২ : অপরাহ্ণ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে স্বাগত জানিয়েছেন। রোববারের (২৮ মে) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান-অফ নির্বাচনে কেমাল কিলিচদারোগলুকে পরাজিত করে আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করেন জনপ্রিয় এই নেতা।

আঙ্কারায় প্রেসিডেন্টে কমপ্লেক্সের আঙিনায় জড়ো হওয়া কয়েক হাজার মানুষের সামনে দেওয়া বক্তৃতায় এরদোয়ান ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘রান অফ ভোটের প্রকৃত বিজয়ীরা ৮৫ মিলিয়ন তুর্কি নাগরিক এবং তুর্কি গণতন্ত্র। আমরাই একমাত্র বিজয়ী নই। তুর্কিয়ে বিজয়ী, আমাদের গণতন্ত্র বিজয়ী। এখন আমাদের জাতীয় লক্ষ্য এবং জাতীয় স্বপ্নের চারপাশে ঐক্যবদ্ধ হওয়ার সময়।

এরদোয়ান বলেন, আমাদের বহুদলীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে, আমাদের জাতি ‘তুর্কিয়ের শতাব্দী’-এর পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।

এরদোয়ান তার সমর্থকদের বলেন, ‘আধুনিক যুগে নির্বাচনটি তুর্কিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জনগণের জন্য দিনরাত কাজ করতে হবে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের ক্ষত নিরাময় এবং ধ্বংস হওয়া শহরগুলোর পুনর্গঠন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার অব্যাহত থাকবে।

এরদোয়ান বলেন, তুর্কি জাতির ক্ষমতা ও শক্তি রয়েছে এবং তারা বিশ্বব্যবস্থায় যথাযথ স্থান অর্জন করবে।
তিনি মনে করিয়ে দেন, পরের দিন ২৯ মে, ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেতের ইস্তাম্বুল বিজয়ের বার্ষিকীর সঙ্গে মিলে যায়। ইস্তাম্বুল বিজয়, যা আমরা আগামীকাল এর ৫৭০তম বার্ষিকীতে স্মরণ করব।

তিনি বলেন, একটি পুরোনো যুগের অবসান ঘটিয়ে একটি নতুন যুগের সূচনা করেছে। এরদোয়ান তার পুনর্নির্বাচনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণার জন্য পশ্চিমা মিডিয়ারও সমালোচনা করেন। বলেন, পশ্চিমা মিডিয়া হেরে গেছে।

সূত্র—টিআরটি ওয়ার্ল্ড

Print Friendly, PDF & Email

আরো সংবাদ